|

এক নজরে রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র কিছু খবর

প্রকাশিতঃ ৪:২৭ অপরাহ্ন | জুন ০৬, ২০১৮

এক নজরে রাশিয়া বিশ্বকাপ ২০১৮'র কিছু খবর

মোঃ রিপন, ক্রীয়া প্রতিবেদকঃ

রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র আর মাত্র ৭ দিন বাকি যেখানে সারা বিশ্ব দাঁড়াবে এক সারিতে, শুধুমাত্র বিশ্বকাপকে ঘিড়েই পুরো একমাস সময় আবর্তিত থাকবে। নতুন নতুন ইতিহাস রচিত হবে এ বিশ্বকাপে আর সেখানে থেকেই ভবিষ্যত ফুটবল খুঁজে নিবে তার নিজস্বতা।

প্রতি চার বছর পর পর পুরো ফুটবল বিশ্ব অসাধারণ সুন্দর এই খেলাটির জন্য অপেক্ষায় থাকে, যেখানে কিংবদন্তীরা নিজেদের ফুটবল শৈলী দিয়ে সকলের মনে আরো শক্তভাবে জায়গা করে নেয়।

এবার রাশিয়ার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পাঁচ সপ্তাহের লড়াই শেষে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় বসবে সেটা ছাপিয়ে মাঝে মাঝে কোন কোন খেলোয়াড় তার আপন মহিমায় হয়ে উঠেন শ্রেষ্ঠ।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ, খেলোয়াড় থেকে শুরু করে স্টেডিয়ামসহ কিছু বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো
বিশ্বকাপের স্বাগতিক রাষ্টঃ

২০১৮ বিশ্বকাপের ম্যাচ গুলো রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সমর্থকরা রাশিয়ার বিভিন্ন প্রান্ত ঘুড়ে দেখারও সুযোগ পাচ্ছে।
লুজিনকি স্টেডিয়ামকে এবারের আসরের মূল ভেন্যু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই স্টডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার। এ ছাড়া রাশিয়ায় রয়েছে কল্পকালে মহাকাশযান সদৃশ অত্যাধূনিক স্টেডিয়াম, অন্যান্য স্টেডিয়ামগুলো হলো ইয়েকাটেরিনবার্গ, সারানাস্ক, সামারা, ভোলগোগ্রাড সেইন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাড, নিজনি নোভোগোরোড, কাজান, , রোস্তোভ ও সোচি।

বিশ্বকাপের গ্রুপ ফরমেটঃ
এবারের রাশিয়া বিশ্বকাপ ২০১৮তে ৩২টি দেশ অংশ গ্রহন করছে।
আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

দেখে নেই কোন গ্রুপে কোন দলঃ
Group-A রাশিয়া, মিশর, সৌদি আরব, উরুগুয়ে
Group-B পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান
Group-C ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
Group-D আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
Group- E ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
Group-F জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
Group-G বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
Group-H পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

দেখা হয়েছে: 631
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪