|

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

প্রকাশিতঃ ৯:৩৯ অপরাহ্ন | ডিসেম্বর ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

অশ্লীল ভিডিও প্রকাশ, আইনি পদক্ষেপ নিচ্ছেন মেহজাবিন

 

খসড়া ভাষণের বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্টসমূহ হচ্ছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য, দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির চিত্র, ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়নে বিভিন্ন খাতে গৃহীত কর্মসূচির রূপরেখা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচিরর বাস্তবায়ন।

সে সময় সচিব বলেন, সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রাষ্ট্রপতির ভাষণের খসড়া এবং রাষ্ট্রপতি কর্তৃক সংসদ অধিবেশনে পাঠের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণয়ন করা হয়। সোমবারের বৈঠকে মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 431
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪