|

রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মাঝে কম্পিউটার সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ১১:০৫ অপরাহ্ন | ডিসেম্বর ০৭, ২০১৮

সাইফুল ইসলাম রয়েল কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির গনমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় কলাপাড়া আ.লীগ কার্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উপহার ইউনিটির সদস্যদের হাতে তুলে দেন পটুয়াখালী-৪ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব।

ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপনের সঞ্চলনায় ও প্রেসক্লাব সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান,কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহসিন পারভেজ।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিববুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আজ থেকে আট মাস পূর্বে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার কথা বলেছিল, আজ তা সম্পন্ন হল।

আশা করি, সাংবাদিকদের এসব উপকরন ব্যবহারের মধ্যেদিয়ে দেশের উনাœয়ন এবং এলাকার উন্নায়নে আপনারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন,আপনারা জানেন আমার ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ আমরা দীর্ঘদিন যাবৎ এ এলাকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।

বেকারদের চাকুরি দিয়েছি, হতদরিদ্রদের সহযোগিতা করেছি, শিক্ষাব্যবস্থায় অসহায় শিক্ষার্থীদের পাশে গিয়ে দাড়িয়েছি,আমরা সবসময়ই মানুষের পাশে থাকবো।

এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান টিটো, কলাপাড়া পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক উত্তম কুমার হাওলাদার, প্রচার সম্পাদক ফরাজী মো.ইমরান, কলাপাড়া মাইটিভি প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।

দেখা হয়েছে: 573
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪