|

লক্ষ্মীপুরে আলেমদের সাথে এম এ সাত্তারের মতবিনিময়

প্রকাশিতঃ ৭:৫৬ অপরাহ্ন | অক্টোবর ৩০, ২০১৮

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট আয়োজিত এ সভায় লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় এলাকার প্রায় সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চর মটুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী’র মুহতামিম মুফতী মামুনুর রশিদ, মান্দারী বাজার বড় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাসার, চন্দ্রগঞ্জ পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুনুর রশিদ, দক্ষিণ মাগুরী মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান, লামচরী আজিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান।

বক্তব্যে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, আলেম ওলামাগণ আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করেন। সমাজে প্রতিষ্ঠিত আলোকিত মানুষগুলোর কারিগর তারাই। মহান মুক্তিযুদ্ধের পর ইসলাম ধর্মের কথা চিন্তা করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সম্প্রতি কওমী মাদ্রাসাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংসদের বিল পাস হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, লক্ষ্মীপুর শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন, দত্তপাড়া কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, মাওলানা নুর মোহাম্মদ, আলাউদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী চরমটুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাব্বির আহম্মদ।

উল্লেখ্য, অধ্যক্ষ এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

দেখা হয়েছে: 808
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪