|

লক্ষ্মীপুরে তিন গুণিকে কালের কন্ঠ’র সম্মাননা

প্রকাশিতঃ ৮:০৮ অপরাহ্ন | জানুয়ারী ১০, ২০১৯

রুবেল হোসেন,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে তিন গুণি ব্যক্তিকে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। দৈনিক কালের কন্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।

সাংবাদিকতায় অবদান রাখায় লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া, মুক্তিযুদ্ধে ভূমিকা রাখায় অধ্যক্ষ মুনছুরুল হক ও শিক্ষকতায় অবদান রাখায় ছিদ্দিক উল্যা কবীরকে এ সম্মাননা দেওয়া হয়। এসময় কালের কন্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসসহ অতিথিরা তাঁদের উত্তরীয় পরিয়ে দেন।

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কার্তিক সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, রাছেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু।

অনুষ্ঠানে সাংবাদিক জহির উদ্দিন, জান্নাতুল ফৌরদোস নয়ন, মাহবুবুর রহমান ভূঁইয়া, মাজহারুল আনোয়ার টিপু, এ বি এম নিজাম উদ্দিন, ইসমাইল হোসেন জবু, সাজ্জাদুর রহমান, মীর ফরহাদ হোসেন সুমন, আক্তার আলম, কাজী মাকসুদুল হক, এ কে এম মিজানুর রহমান মুকুল, জহিরুল ইসলাম শিবলু, আনিস কবির, মামুনুর রশিদ, জামাল উদ্দিন রাফি, রাকিব হোসেন রনি, রুবেল হোসেন, পলাশ সাহা, জামাল উদ্দিন বাবলু, জেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক মেহেরুন হাছান রাজু, সাংবাদিক রাকিব হোসেন আপ্র ও ফরহাদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কালের কন্ঠ সাহসিকতার পরিচয় দিয়ে দেশ ও গণমানুষের কল্যাণে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রিকাটি সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে সুনাম কুড়াচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকলে দেশকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেখা হয়েছে: 784
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪