|

লক্ষ্মীপুরে বাল্যবিবাহ না করার শপথ ছাত্রীদের

প্রকাশিতঃ ১:৪২ অপরাহ্ন | অগাস্ট ০৯, ২০১৮

লক্ষ্মীপুরে বাল্যবিবাহ না করার শপথ ছাত্রীদের

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদককে লাল কার্ড, দেশ প্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছে পাঁচ শতাধিক ছাত্রী। বৃহস্পতিবার (০৯ আগষ্ট) সকালে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে সামাজিক নানা ব্যাধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় শপথ নেন তারা।

অনুষ্ঠানটি আয়োজন করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।

জানতে চাইলে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল বলেন, গত ৮মার্চ পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ভ্রাম্যমাণ এ সফর পরিচালনা করে আসছেন। ৫৯তম জেলা হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুরে কার্যক্রম পরিচালনা করা হয়। ৬০তম জেলা হিসেবে চট্রগামে আগামী শনিবার কার্যক্রম পরিচালনা করা হবে।

দেখা হয়েছে: 760
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪