|

লক্ষ্মীপুরে বিনামূল্যে শিক্ষার্থীরা পেল গাছের চারা

প্রকাশিতঃ ১২:১১ পূর্বাহ্ন | জুলাই ২৩, ২০১৯

লক্ষ্মীপুরে বিনামূল্যে শিক্ষার্থীরা পেল গাছের চারা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের শতাধিক ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে কলেজ হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চারাগুলো ছাত্রীদের দেওয়া হয়।

এসময় বৃক্ষরোপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গনে ক্রিসমাস গাছের চারা রোপণ করেন অতিথিরা।

নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহী, প্রভাষক আবদুল কাদের, মহিলা কলেজের প্রভাষক হাবিবুন্নবী ও সংগঠনটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে প্রচুর গাছ কাটা হচ্ছে। এতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্ষা হচ্ছে গাছের চারা রোপনের উপযুক্ত সময়। প্রতিটি বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করে সবাইকে পরিবেশকে রক্ষায় এগিয়ে আসতে হবে।

দেখা হয়েছে: 406
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪