|

লক্ষ্মীপুরে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ শুরু

প্রকাশিতঃ ১২:২৮ পূর্বাহ্ন | মে ০৭, ২০১৯

লক্ষ্মীপুরে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ মে) সকালে কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় যানবাহন চালক, মালিক ও যাত্রীদের সচেতন করার মধ্য দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যানবাহন মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। পরে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, বিআরটিএ সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন জেলা কমিটির সভাপতি প্রফেসর কার্তিক সেন গুপ্ত প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক সকল শ্রেণি পেশার মানুষের অধিকার। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সকলকেই সচেতনতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে সবার আগে যানবাহন চালক, মালিক ও যাত্রীদের বিআরটিএ এবং ট্রাফিক আইন সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। পাশাপাশি প্রশস্ত ও আধুনিক সড়ক নিশ্চিত করতে হবে সড়ক ও জনপথ বিভাগকে।

দেখা হয়েছে: 359
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪