|

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন

প্রকাশিতঃ ১:৫৩ অপরাহ্ন | জানুয়ারী ১০, ২০১৯

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের ঘটনায় গুরুত্বর আহত ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন।আহত ছাএ লাহারকান্দি গ্রামের আব্দুর লতিবের ছেলে।

আহত ছাত্রের ভগ্নীপতি মো. সলিম জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার জন্য বর্তমান মাদ্রাসা হতে অন্যত্র ভর্তি হতে চাইলে মাদ্রাসার শিক্ষক ক্ষিপ্ত হয়ে আরাফাতকে শিকলে বেঁধে বেদম প্রহার করে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন,শিশু ইয়াছিন আরাফাতের শরীরের ভিবিন্নস্থে জখমের চিহ্ন রয়েছে।তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেখা হয়েছে: 702
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪