|

লক্ষ্মীপুরে মুয়াজ্জিনের উপর প্রভাবশালীর হামলা

প্রকাশিতঃ ১১:৪৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৭, ২০১৮

লক্ষ্মীপুরে মুয়াজ্জিনের উপর প্রভাবশালীর হামলা

লক্ষ্মীপুর থেকে:
লক্ষ্মীপুরে অনুদানের টাকা নিয়ে শাহেদ উল্লাহ ভূঁইয়া (৮৫) নামে মসজিদের এক বৃদ্ধ মুয়াজ্জিনকে বেদম মারধর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ উত্তর আবিরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহেদ উল্লাহ ওই গ্রামের ফজু মিয়া পঞ্চায়েত বাড়ির মৃত হাবিব উল্লাহ ভূঁইয়ার ছেলে এবং বায়তুল জান্নাত জামে মসজিদের মুয়াজ্জিন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শাহেদ উল্লাহকে এ্যালোপাতাড়ি মারধর করেছে হুমায়ুন কবির নামে স্থানীয় এক প্রভাবশালী। মসজিদের অনুদানের টাকা নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ওই মুয়াজ্জিনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত হুমায়ুন কবির উত্তর আবিরনগর গ্রামের তালিমুল কোরআন ইসলামী একাডেমী পরিচালনা কমিটির সভাপতিত্বে দায়িত্বে রয়েছেন। মুয়াজ্জিনের হাতে থাকা মসজিদের কিছু অনুদানের টাকা মাদ্রাসার নামে দাবী করে আদায় করতে না পেরে তিনি এ ঘটনা ঘটান।

এ ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু মূর্খ ও অজ্ঞ ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ন্যাক্কার জনক এসব ঘটনার আবিষ্কার করছে। এখনই এদেরকে প্রতিহত করা উচিত বলেও দাবী তোলেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হুমায়ুন কবির ঘটনাটি অসত্য বলে এড়িয়ে যান।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 522
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪