|

লক্ষ্মীপুরে শ্লীলতাহানির ঘটনায় স্কুল শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৪:৩৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৩, ২০১৯

লক্ষ্মীপুরে শ্লীলতাহানির ঘটনায় স্কুল শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রামবাসী এ আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমল দেবনাথ, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক রেদোয়ান রহমান জাবেদ ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমন দাস সাগর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু এখন তারা পশুর মত আচরণ করছে। তাদের রক্তচক্ষুর নজর থেকে বাদ পড়ছে না শিশুরা। পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করায় আমরা দ্রুত শিক্ষক সাইফুল ইসলামে বিচার চাই। ওই শিক্ষকের বিচারের জন্য আমরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে খুব শীঘ্রই আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়।

এদিকে শ্লীলতাহানির ঘটনায় সংবাদ প্রকাশ করলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চাঁদাবাজির নাটক সাজিয়ে জেলায় কর্মরত চার সংবাদকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। এছাড়া প্রধান শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই সংবাদকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক স্টাটাস পোস্ট করছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সহপাঠিদের সঙ্গে ওই বিদ্যালয়ের এক হিন্দু ছাত্রী শিক্ষক সাইফুলের কাছে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে অন্যদের বাড়ি যেতে দিলেও তাকে দেওয়া হয়নি। একপর্যায়ে শ্রেণিকক্ষে আটকে রেখে সাইফুল ইসলাম জোরপূর্বক ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টা করে। পরে সে বাড়ি গিয়ে মা-বাবাকে কান্নাকাটি করে ঘটনাটি জানাই।

দেখা হয়েছে: 534
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪