|

বঙ্গবন্ধুর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ছাত্রলীগে আসবেন—লক্ষ্মীপুরে সোহাগ

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ন | এপ্রিল ০৮, ২০১৮

লক্ষ্মীপুরে-সোহাগ-Chhatra League will come to teach from the history of Bangabandhu --- Sohag in Laksmipur

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ছাত্রলীগে আসতে হবে। চতুর্থবারের মত শেখ হাসিনাকে নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো। শেখ হাসিনা সততার নেত্রী হিসেবে বিশ্বে নির্বাচিত হয়েছে। আগামী নির্বাচনেও ছাত্রলীগের নেতৃত্বে শেখ হাসিনাকে বিজয় করবো।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ রবিবার ( ৮ এপ্রিল) বিকেল লক্ষ্মীপুর শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত, সাবেক ছাত্র নেতা সামছুল ইসলাম পাটওয়ারী, নজরুল ইসলাম ভুলু, নুরুল করিম জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

লক্ষ্মীপুরে-সোহাগ-Chhatra League will come to teach from the history of Bangabandhu --- Sohag in Laksmipur

এসময় সোহাগ আরো বলেন, ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পড়তে হবে। ছাত্রলীগের সক্রিয়তার পাশাপাশি পড়ালেখা ঠিক রাখতে হবে। মেধা বিকাশের মাধ্যমে দেশের নেতৃত্বে আসতে হবে।

জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা কোনভাবেই যেন ছাত্রলীগে অনুপ্রবেশ করে বিশৃংখলা সৃষ্টি না করতে পারে। সেদিকে লক্ষ রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান করেন ছাত্রলীগের এ নেতা।

লক্ষ্মীপুরে-সোহাগ-Chhatra League will come to teach from the history of Bangabandhu --- Sohag in Laksmipur

দেখা হয়েছে: 526
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪