|

লক্ষ্মীপুর শহীদ-মিনারে মানুষের ঢল

প্রকাশিতঃ ১:০৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৯

লক্ষ্মীপুর শহীদ-মিনারে মানুষের ঢল

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের ফুল দিয়ে দিবসের সূচনা করেন লক্ষ্মীপুর সদর-(৩) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল (এমপি)।

কিছুক্ষণ পর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন বেদিত ফুল দেন। এর আগে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার করেন।

লক্ষ্মীপুর শহীদ-মিনারে মানুষের ঢল

এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেদিত ফুল দেন।

‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। সবার মুখে-মুখে একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ প্রমুখ।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাসহ নানা পেশার মানুষের ঢল নামে শহীদ-মিনারে।

লক্ষ্মীপুর শহীদ-মিনারে মানুষের ঢল

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪