|

আবারও লাইলীকেই চায় বোদা উপজেলাবাসী

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ন | মার্চ ০৬, ২০১৯

আবারও লাইলীকেই চায় বোদা উপজেলাবাসী

মোঃ নুরেহাবিব সোহেল, বোদা (পঞ্চগড়) থেকেঃ আগামী ১০ মার্চ প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে বোদা উপজেলার দুই বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম কে এবারও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন এলাকাবাসী।

তৃণমুল থেকে উঠে আসা সংগ্রামী নেত্রী লাইলী বেগম। তিনি ৮নং বোদা ইউনিয়ন পরিষদের ১৯৯৭-২০০৩ মেয়াদে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। বোদা সদর ইউনিয়ন ফেডারেশন এর সাবেক সহ-সভাপতি লাইলী বেগমের নিজ গ্রামে রয়েছে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ১৬৫০০ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।

এরপর ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আবারো ১৬৯১১ ভোটের বিশাল ব্যবধানে পুণ নির্বাচিত হন। সবার কাছে গ্রহনযোগ্য লাইলী বেগম একই সালে বোদা উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি ২০১৫ সালে পঞ্চগড় জেলা নারী উন্নয়ন ফোরামে বিনা প্রতিদন্দীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।



সমাজ উন্নয়নে অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ে “জয়ীতা অন্বেষন বাংলাদেশ” শীর্ষক বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন। লাইলী বেগম ২০০৬ সালে আর্ন্তজাতিক নারী দিবসের সম্মাননা স্বীকৃতি পেয়েছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশলী ওরিয়েনটেশন সন্মাননা সনদসহ পল্লী উন্নয়ন একাডেমী সনদ লাভ করেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সনদও লাভ করেন তিনি । মানবাধীকারে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ মানবাধীকার কমিশন সনদ লাভ করেন। উপজেলার সর্বস্তরের মানুষের কাছে লাইলী মেম্বারনী হিসেবে ব্যপক পরিচিতি রয়েছে তার। জীবনের শেষদিন পর্যন্ত এলাকার মানুষের সেবা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবেক আনসার ভিডিপির উপজেলার শ্রেষ্ঠ দলনেত্রীর পুরস্কারে ভূষিত লাইলী বেগম জানান, জনগনের ভালোবাসা পেয়ে জনপ্রতিনিধি হয়েছি তাদের পাশে থেকেই কাজ করতে চাই। ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

দেখা হয়েছে: 1327
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪