|

লেখা পাঠানোর আহবান লেখা পাঠানোর আহবান

প্রকাশিতঃ ৩:৩৫ অপরাহ্ন | অক্টোবর ৩১, ২০১৮

প্রিয় লেখক বন্ধুরা,
কবি, লেখক, সাহিত্যিক ও শুভানুধ্যায়ী শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক আনন্দের সাথে জানাচ্ছি,বর্তমান সময়ের খ্যাতিমান, কবি-লেখক গণের সহযোগিতায় পাশাপাশি তরুণ প্রতিভাবান লেখকের সমন্বয়ে “বাংলাদেশ তরুন কবি পরিষদ” কতৃক প্রকাশিত ” মাসিক কাব্যকন্ঠ ” সাহিত্য পত্রিকাটি ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে……….

প্রিয় কবি বন্ধুরা শেষ সময়ের জন্যে অপেক্ষা না করে আজই পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি।লেখা পাঠানোর শেষ তারিখ- ১০/১১/২০১৮ ইং। সবার জন্য নিয়মাবলী ও বর্ণিত বিষয় গুলোর প্রতি গুরুত্ব দৃষ্টি আকর্ষণ পূর্বক:-

১।আপনার পছন্দনীয় যে কোন বিষয়ের উপর লেখা কবিতা জমা দিতে পারবেন।
২।লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
৩।কবিতা ৮ থেকে ২০ লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
৪।দেশ বিরোধী,ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অশ্লীল শব্দের লেখা গ্রহণীয় নয়।
৫।লেখকের পূর্ণ ঠিকানা,ছবি ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে।
৬। লেখা ই-মেইল অথবা ফেইসবুক ইনবক্সে প্রেরণ করতে পারেন।
৭। ছড়া/কবিতা বাছাইয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৮। লেখা ছাপানোর পরে লেখকের জন্য সৌজন্য কপি পাঠানো হবে।

 

নিবেদক
কতৃপক্ষ
বাংলাদেশ তরুন কবি পরিষদ।

লেখা পাঠানোর ই-মেইল:- [email protected]
মুঠো ফোন-  সৈয়দ তরিকুল্লাহ আশরাফী 01912-452092
গাজী উসমান 01777-039177
এস এম সাদেকুল ইসলাম 01787787625

দেখা হয়েছে: 1577
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪