|

শরীয়তপুরের কারাগার রক্ষীরাই মাদকসেবী চাকরীচ্যুত-৩

প্রকাশিতঃ ১১:৪২ অপরাহ্ন | মে ৩০, ২০১৮

শরীয়তপুর কারাগার

শরীয়তপুর প্রতিনিধিঃ

ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুর কারাগারের ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কারা কর্তৃপক্ষ। ২৯ মে তাদের এই শাস্তি দেয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন কারা-মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারা অধিদফতরের দায়িত্বশীল সূত্র জানায়, মাদক সেবনের (ইয়াবা) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শরীয়তপুর কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এরা হলেন, মো. পলাশ হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ সালাউদ্দিন।

এবারই প্রথম মাদক (ইয়াবা) সেবনের দায়ে চাকরীচ্যুত করা হলেও এধরনের ঘটনা শরীয়তপুর কারাগারে নতুন কিছু নয় এর আগেও সাময়ীক শাস্তির ঘটনা ঘটেছে।

এমনকি মাদক সেবনকে কেন্দ্র করে ২০১৭ সালের রমজান মাসে শরীয়তপুরের কারারক্ষী ও স্থানীয়দের মাঝে ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে উঠে এসেছে মাদকের আনাগোনা ছিলো সবসময়ই এই জেলা কারাগারে।

সারাদেশে র‌্যাব-পুলিশের মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কারাগারেও নজরদারি বাড়ানো হয়েছে।

দেখা হয়েছে: 593
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪