|

শরীয়তপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত উপমন্ত্রী এনামূল

প্রকাশিতঃ ৫:০১ অপরাহ্ন | জানুয়ারী ১৩, ২০১৯

মহসিন রেজা, শরীয়তপুরঃ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে ১৩ জানুয়ারী রবিবার দুপুর ১টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর- ২ আসনের সাংসদ মাননীয় পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামূল হক শামীম এর শরীয়তপুর আগমন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আঃ ওহাব বেপারীর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামূল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এছাড়াও অনুষ্ঠানে নড়িয়া-সখিপুরের প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামূল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক সহ আরো অনেকে।

পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামূল হক শামীম নড়িয়া এসে প্রথমে পদ্মা নদীর বেরীবাঁধের কাজ পরিদর্শন করেন এসময় রাস্তার দুই ধারে হাজারো মানুষ ফুল দিয়ে তাকে বরন করে নেন। পরে তিনি নড়িয়া শহীদ মিনারে সুধী সমাবেশে উপস্থিত হন সেখানেও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ফুল দিয়ে বরন করেন মন্ত্রীকে।

নড়িয়ার অনুষ্ঠান শেষ করে বিকেলে তিনি তার চরভাগার বাড়িতে এসে তার মায়ের কবর জিয়ারত করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, এই নড়িয়া সখিপুরের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবো এদের কোনো দল নেই, যারা ক্ষমতার অপব্যাবহার করে মানুষকে হয়রানী করেছেন তারাও ঠিক হয়ে জান, আমার জণগনকে পুলিশ দিয়ে হয়রানি বন্ধ করুন, তিনি আরো জানান পাঁচ বছর নয় ২ বছরের এই আসনের ইউনিয়ন পরিষদ গুলোর সার্বিক উন্নয়ন করবো।

তিনি আরো বলেন ঐক্যফ্রন্ট নির্বাচনের নামে মনোনয়ন বানিজ্য করেছে তারা নির্বাচন নিয়ে যাই বলুক তাতে বাংলাদেশ আওয়ামীলীগের কিছু যায় আসেনা।

দেখা হয়েছে: 707
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪