|

শরীয়তপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২২ জুন

প্রকাশিতঃ ৬:১০ অপরাহ্ন | জুন ১৭, ২০১৯

শরীয়তপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২২ জুন

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে আগামী ২২ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে। শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ১৭ জুন দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৬৩ হাজার ৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬শ ৭৭ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ৩  হাজার ৭৩৯ কর্মী থাক‌বেন।

তিনি আরো জানান আগামী ২২ জুন ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাম্পে নিয়ে আসার অনুরোধ জানান অভিভাবকদের।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. খ‌লিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ডা. শাহনাজ নাজিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাধরণ সম্পাদক রোকনুজ্জামান পারভেজসহ জেলার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

দেখা হয়েছে: 400
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪