|

শরীয়তপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী

প্রকাশিতঃ ৪:৩১ অপরাহ্ন | জানুয়ারী ০৭, ২০২০

শরীয়তপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী

মো. মহসিন রেজা রিপনঃ সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুরেও আগামী ১১ জানুয়ারী ২০২০ শ‌নিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয় সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে সন্ধা পর্যন্ত।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

১১৭৪.০৫ আয়তনের জেলায় এবছর মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৭২ হাজার ৭শ ১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬শ ৭৭ টি স্থানে ভিটামিন “এ” ক্যাম্প বসানো হবে। এতে ৩ হাজার ৩শ ৫৪জন হেলথ ওয়ার্কার ও ভলান্টিয়ার কাজ করবেন। স্বাস্থ্য সহকা‌রী থাক‌বেন ২শ ৫৭, কমিউনিটি ক্লিনিক ১২৭, সিএইচসিপি ১২০জন। এ সময় হাট-বাজার, বাস স্ট্যান্ড, স্কুলসহ বিভিন্ন স্থানে বসবে ভ্রাম্যমান ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন।

মঙ্গলবার ৭ জানয়ারী ১২টার সময় জেলা সি‌ভিল সার্জন কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা স্বাস্থ্য বিভা‌গের আয়োজ‌নে জনস্বাস্থ্য পু‌ষ্টি প্র‌তিষ্ঠান, জাতীয় পু‌ষ্টি সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাখা‌লীর সহ‌যো‌গিতায় জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইন ২০২০ উদযাপন উপলক্ষে শরীয়তপুর সি‌ভিল সার্জন ডা. শাহীনূর নাজিয়ার সভাপতিত্বে সাংবা‌দিকদের সাথে ও‌রি‌য়েন্টেশন সভার আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠানের সভাপতি ডা. শাহীনূর নাজিয়া তার বক্তব্যে সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলটি ৬-১১ মাসের ও ১২-৫৯ মাসের শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ক্যাপসুল এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবশ্যই শিশুদের নিয়ে আসার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তারা উপস্থিত অতিথি সাংবাদিকদের অনুরোধ করে বলেন এই ভিটামিন “এ” প্লাস ক্যাপসুলটি শিশুদের খাওয়ানোর পর কোনো পাশ্ব-প্রতিক্রিয়ার সৃষ্টির খবর পেলে সাথে সাথেই খবরটি আপনারা প্রচার না করে আমাদের আগে জানাবেন।

জেলা ই পি আই সুপারিন্টেন্ডেন্ট মোজাম্মেল হক এর সঞ্চালনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলে‌কট্রনিক ও অনলাইন নিউজ পোর্টা‌লের সাংবা‌দিকগণ উপ‌স্থিত ছি‌লেন।

দেখা হয়েছে: 547
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪