|

শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রকাশিতঃ ৩:১৬ অপরাহ্ন | জুলাই ১২, ২০১৮

শরীয়তপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

মোঃ মহসিন রেজা,শরীয়তপুরঃ

আগামী ১৪ জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ খ্রিষ্টাব্দ এ উপলক্ষে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে ১২ জুলাই সকাল সাড়ে ১০ ঘটিকার সময় শরীয়তপুর সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় জেলা সিভিল সার্জন কর্ম-কর্তা ডা. খলিলুর রহমান তার আলোচনায় জানান, আগামী ১৪ জুলাই শনিবার থেকে সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুরের ৬ উপজেলায় শুরু হবে ৫ বছর বয়সের নিচের সকল শিশুকে ভিটামিন ‘এ ‘প্লাস খাওয়ানোর কথা। এবং সকল শিশুকে যেনো পরিবারের দায়িত্বশীল ব্যাক্তিগন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ নিয়ে আসার আহ্বানও জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা ।

এসময় ডা.নাজিয়া আক্তার জানান, ভিটামিন ‘এ’ প্লাসের অভাবে রাত কানা সহ কি ধরনের সমস্যা হতে পারে এবং কি ধরনের খাবারে ভিটামিন এ প্লাস পাওয়া যায়।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম পাইলট, এম এ ওয়াদূদ মিয়া, আব্দুস সামাদ তালুকদার, মোঃ শেখ খলিলুর রহমান, আবুল হোসেন সরদার, রায়হান কবির , বি এম ইস্রাফিল, সফিকুল ইসলাম স্বপন, শহিদুজ্জামান খান, মনির হোসেন সাজিদ, সত্যজিৎ ঘোষ, কাজী মনিরুজ্জামান, এস এম রবিন, মোঃ সগির হোসেন, নয়ন দাস, শেখ জাবেদ, মোঃ মহসিন রেজা, মোঃ রতন মাহমুদ, মানিক মোল্লা, জামাল মল্লিক, মোঃ আলম , রোমান আকন, সোহাগ খান, মোঃ শাহরিয়ার বিপুল, মোঃ আলী কাজী, আঃ রশিদ সরদার, মোঃ নাসির হোসেন, মোঃ হারুন অর রশিদ, বেলাল আহমেদ, সৈকত দত্ত, রুপক চক্রবতী, মোঃ স্বাধীন প্রমূখ।

এসময় সাংবাদিক প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট বলেন, শরীয়তপুর শহরের মানুষ এখন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জেনে গেলেও বর্তমানে শরীয়তপুরের নড়িয়া জাজিরা উপজেলাসহ নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ এখন দিশেহারা তাদের শিশু সন্তানরা যেনো এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতা থেকে বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখারও অনুরোধ জানান তিনি।

দেখা হয়েছে: 530
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪