|

শরীয়তপুরে বি‌য়ের অনুষ্ঠা‌নে মদ্যপানে ২ যুব‌কের মৃত্যু

প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ন | জানুয়ারী ২২, ২০২০

শরীয়তপুরে বি‌য়ের অনুষ্ঠা‌নে মদ্যপানে ২ যুব‌কের মৃত্যু

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি: শরীয়তপুরের ন‌ড়িয়ায় বি‌য়ের অনুষ্ঠা‌নে অ‌তি‌রিক্ত মদ্যপানে রিপন হাওলাদার ও মজনু মল্লিক নামে ২ যুবক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) নড়িয়া উপজেলায় নন্দনসার গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত রিপন হাওলাদার উপজেলার নন্দনসার গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। তিনি চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া মজনু মল্লিক একই উপজেলার সিলপাড়া গ্রামের নূর মোহাম্মদ মল্লিকের ছেলে।

রিপনের মামা সুমন মৃধা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করেন রিপন। সেখানেই স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে থাক‌তেন। ক‌য়েক‌দিন অা‌গে ভাগ‌নির বি‌য়ের অনুষ্ঠা‌নে যোগ দি‌তে নড়িয়ার নন্দনসার গ্রা‌মে বেড়াতে আসেন রিপন। সোমবার রাতে মজনু মল্লিকসহ বন্ধুদের সা‌থে বি‌য়ের অনুষ্ঠা‌নে মদ্যপান করেন তারা।

রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ রিপন হাওলাদারের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। প‌রে তাকে নড়িয়া উপজেলার ঘড়িষার প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে তাকে পাঠায়।

প‌রে মঙ্গলবার ভোর ৫টায় দিকে চি‌কিৎসাধীন রিপন হাওলাদার মারা যায়। রিপনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে রিপনের বন্ধু মজনু মল্লিক (৩২) প্রচণ্ড অসুস্থ হলে তা‌কেও তার আত্মীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। মজনু মল্লিকের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তিনি মৃত্যুবরণ করে।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আকরাম এলাহি বলেন, নড়িয়া থেকে দুজন মদ্যপান করে সোমবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মারা গেছেন।

অন্যজনকে গুরুতর অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

পালং ম‌ডেল থানার উপ প‌রিদর্শক বিজন বা‌ড়ৈই বলেন, ঘটনাস্থ‌লে এ‌সে নিহ‌তের বিস্তা‌রিত তথ্য নেয়া হ‌চ্ছে। ঘটনাটি ন‌ড়িয়া থানার ম‌ধ্যে ঘ‌টে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪