|

শরীয়তপুরে সাংবাদিকদের এক ঘন্টা কলম বিরতি

প্রকাশিতঃ ১১:০৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ০২, ২০১৮

শরীয়তপুরে সাংবাদিকদের এক ঘন্টা কলম বিরতি

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ
সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবীতে সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলার পেশাদার সাংবাদিকরা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি রেখে কলম বিরতি কেন্দ্র ঘোষিত অনুষ্ঠানটি পালন করেছে।

২ সেপ্টেম্বর রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার আয়োজনে সাংবাদিকরা কলম বিরতি রাখে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম.এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আঃ খালেক ইমন পেদা সহ আরো অনেকে।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সদস্য এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল খালেক ইমন পেদা, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি নয়ন দাস, দৈনিক আনন্দবাজার পত্রিকা ও অপরাধ বার্তা’র জেলা প্রতিনিধি মহসিন রেজা, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, নড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ডি.এম বরকত আলী মুরাদ, এস টিভি বাংলা এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিসুর রহমান আনিস, দৈনিক বর্তমান এশিয়া পত্রিকার বার্তা সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল আহমেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন হিরো, অনলাইন পোর্টাল শরীয়তপুর নিউজ ২৪. কম এর বার্তা সম্পাদক ইলিয়াছ মাহমুদ, অনলাইন পোর্টাল ক্রাইম পেট্রোল এর জেলা প্রতিনিধি নূরে আলম জিকো উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ বিএমএসএফ কর্তৃক ১৪টি দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দেখা হয়েছে: 557
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪