|

শরীয়তপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের কাউন্ট ডাউন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | জানুয়ারী ১০, ২০২০

শরীয়তপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের কাউন্ট ডাউন কার্যক্রম উদ্বোধন

মো. মহসিন রেজাঃ শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষীকি ( মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা) (Count down) কার্যক্রম উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং।

শুক্রবার বিকেল ২.৪৫ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে শরীয়তপুর ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিজিটাল মনিটরের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রচারিত প্রামাণ্যচিত্র ও ডিএফপি কতৃক বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জেলা শিল্পকলা কতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ( মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ক্ষণগণনা (কাউন্ট ডাউন) কার্যক্রম শুরুর উদ্বোধন করেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবেদা আফসারী, জেলা পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হায়দার শাওন, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রেজা খোকা শিকদার, জেলা সিভিল সার্জন খলিলুর রহমানশরীয়তপুর জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারসহ শরীয়তপুর জেলার মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 465
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪