|

শরীয়তপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা

প্রকাশিতঃ ১০:৩৩ অপরাহ্ন | অক্টোবর ০৪, ২০১৮

শরীয়তপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা

নুরে আলম জিকু, শরীয়তপুর থেকেঃ
উন্নয়‌নের অগ্রযাত্রায় অদম্য বাংলা‌দেশ” স্লোগান‌কে নি‌য়ে শরীয়তপু‌রে তিন‌দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে শরীয়তপুর জেলা প্রশাস‌নের আয়োজ‌নে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যাল‌য়ের সাম‌নের মা‌ঠে এ মেলা উদ্বাধন করা হয়। প‌রে জেলার উন্নয়নের বি‌ভিন্ন দিক নি‌য়ে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

‌ভিডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এ মেলার উদ্বোধন ক‌রেন। এ সময় জেলার উদ্ধর্তন কর্মকর্তা, বি‌ভিন্ন স্কুল-ক‌লেজের শিক্ষক, শিক্ষার্থী, অ্যাড‌ভো‌কেট, সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

সভায় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তা‌হেরের সভাপ‌তি‌ত্বে প্রধান অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন শরীয়তপুর-২ আস‌নের সংসদ সদস্য ক‌র্ণেল (অব:) শওকত আলী।

বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন শরীয়তপুর-১ আস‌নের সংসদ সদস্য বিএম মোজা‌ম্মেল হক, শরীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য না‌হিম রাজ্জাক, বাংলা‌দেশ সরকা‌রের স‌চিব, জাতীয় প‌রিকল্পনা ও উন্নয়ন একা‌ডেমীর মহাপ‌রিচালক মো. কামাল উদ্দিন তালুকদার, শরীয়তপুর পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ছা‌বেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সি‌ভিল সার্জন ডা. মো. খ‌লিলুর রহমান, শরীয়তপুর সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. র‌ফিকুল ইসলাম কো‌তোয়াল ।

আলোচনা সভায় শরীয়তপুর ‌জেলার তিন‌টি আস‌নের উন্নয়ন দিকগু‌লো তু‌লে ধরেন এম‌পিরা। এ ছাড়া বর্তমান সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়‌নের ‌বিষয় নি‌য়ে বি‌শেষ আলোচনা করা হয়।

‌জেলা প্রশাসক কার্যালয়, জেলা পু‌লিশ বিভাগ, ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা বিভাগ, জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতর, জেলা মৎস্য অফিস, জেলা প্রা‌ণিসম্পদ অফিস, জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অ‌ফিস, জেলা আত্মকর্ম হস্ত‌শিল্প ঘর, জেলা ডাক বিভাগ, জেলা সমাজ‌সেবা কার্যালয়, জেলা বিআর‌টিএ, বাংলা‌দেশ রেলওয়ে, জেলা শিক্ষা প্র‌কৌশলী, জেলা জনস্বাস্থ্য প্র‌কৌশলী, জেলা পা‌নি উন্নয়ন বোর্ড, জেলা স্থানীয় সরকার প্র‌কৌশলী অধিদফতর, জেলা সড়ক বিভাগ, জেলা ম‌হিলা সংস্থা, জেলা ম‌হিলা বিষয়ক অধিদফতর, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প‌রিষদ, শরীয়তপুর পৌরসভা, বেসরকা‌রি সংস্থা, বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক স্টল ব‌সে‌ছে এ উন্নয়ন মেলায়।

দেখা হয়েছে: 452
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪