|

শরীয়তপু‌রে পাঁচ‌ দিনব্যাপী ফলদ বৃক্ষ‌মেলার উদ্বোধন

প্রকাশিতঃ ৪:৫২ অপরাহ্ন | জুলাই ১৮, ২০১৮

শরীয়তপু‌রে পাঁচ‌দিনব্যাপী ফলদ বৃক্ষ‌মেলার উদ্বোধন

মোঃ মহসিন রেজা, শরীয়তপুরঃ

শরীয়তপু‌রে পাঁ‌চ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। শরীয়তপুর সদর উপ‌জেলা প্রাঙ্গ‌ণে
বুধবার সকাল ১০টার দি‌কে জেলা প্রশাসক কাজী আবু তা‌হের এ ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘অপ্র‌তি‌রোধ্য দে‌শের অগ্রযাত্রা, ফ‌লের পু‌ষ্টি দে‌বে নতুন মাত্রা, সবুজে বাঁ‌চি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃ‌তি সাজাই’ স্লোগানে পাঁচ‌দিনব্যাপী এ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থে‌কে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপ‌জেলা প্রাঙ্গ‌ণে এসে শেষ হয়। প‌রে সদর উপ‌জেলা প‌রিষদ অডি‌টো‌রিয়া‌মে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

শরীয়তপুর কৃ‌ষি সম্প্রসারণ অধিদফত‌রের (খামারবাড়ী) উপ-পরিচালক কৃ‌ষি‌বিদ মো. রিফাতুল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তা‌হের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন সিদকার, সদর উপ‌জেলা প‌রিষ‌দ চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার।

এ সময় সদর উপ‌জেলা নির্ব‌াহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শরীয়তপুর প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জেলা সমাজ‌সেবা অধিদফত‌রের উপ-প‌রিচালক মো. কামাল হো‌সেন, সদর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, জা‌জিরা উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা প্রশান্ত বৈদ্য, ন‌ড়িয়া উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান ,সদর পৌরসভা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বীন ইসলাম প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

জেলা প্রশাসন, কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতর ও সামা‌জিক বন বিভা‌গের ব্যবস্থাপনায় এ ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় সরকারি বিভাগ ও নার্সারিসহ ২২টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষসহ বিভিন্ন দেশি ফলের পসরা বসেছে।

আগামী ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ফলদ বৃক্ষমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেখা হয়েছে: 592
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪