|

শার্শায় কৃতি শিক্ষার্থীদের সাথে মায়েদের সংবর্ধনা প্রদান

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ন | অক্টোবর ২৯, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

পিইসি, জেএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীর সংবর্ধনা ব্যবস্থা করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস- আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ পিছিয়ে রাখতে পারবে না।

রোববার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ইউনিয়নের কৃতি শিক্ষার্থী ও তাদের মায়েদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন এমপি।

এ সময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, মনে রাখতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশর প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনার আমার সকলের সহযোগিতা দেশকে উন্নয়নের মহাসড়কে চলমান করেছেন। যা দেখে বিশ্ববাসী অবাক হয়েছেন। তাই, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে বার বার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন। তাই, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ গড়ার সুযোগ দেওয়ার আহবান ব্যক্ত করেন আফিল উদ্দিন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

আরো বক্তব্য রাখেন, কৃতি শিক্ষার্থী নাইমুল হাসান, ছাদিয়া আফরিন, নাদিয়া নুসরাত, অভিভাবক সালমা আক্তার, নুরুন্নাহার, রেহেনা খাতুন, শাহরিয়া পারভীন, শিক্ষক ওসমান গনি মুকুল,প্রভাষক রেজাউল ইসলাম,খান হাসান আরিফ, অধ্যক্ষ সহিদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ওয়াহিদুজ্জামান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

দেখা হয়েছে: 473
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪