|

শার্শায় স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ন | এপ্রিল ২১, ২০১৮

শার্শায় স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় যৌতুকের দাবিতে নিজ স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী রিপন হোসেন (৩৮) এর বিরুদ্ধে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই ঘাতক রিপন তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।নিহত স্ত্রীর নাম জোহরা খাতুন (৩৪)। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে। ঘাতক রিপন হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া সাতভাইপাড়া এলাকার মোসলেম গাজীর ছেলে।

প্রতিবেশিরা ও নিহত জোহরার স্বজনেরা জানায়, ১৭ বছর আগে রিপনের সঙ্গে জোহরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রিপন যৌতুকের দাবিতে ব্যাপক নির্যাতন করতে থাকে। যৌতুক না পেলে রিপন ক্ষিপ্ত হতো এবং স্ত্রী জোহরার উপর অমানুষিক নির্যাতন করতো।

এনিয়ে পারিবারিক ভাবে ও গ্রাম্য শালিসে অনেকবার মিমাংসা করা হয়েছে। জোহরা মারধর সহ্য করতে না পেরে কয়েকবার পিতার বাড়িতে চলে যায়। রিপন আবার কৌশল করে নিজ বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু কয়েকদিন ভালো থাকার পর আবার শুরু হয় নির্যাতন। শুক্রবার সকালে জোহরাকে ব্যাপক মারপিট করে স্বামী রিপন। মারপিটের এক পর্যায়ে সে মারা যায়। মৃতকে আত্মহত্যা বলে প্রচার করার জন্য ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে জোহরার পরিবারের অভিযোগ। সকালে বাড়িতে কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন এসে লাশ উদ্ধার করে।

নিহত জোহরার পিতা নুর ইসলাম ও মা মেহেরুন জানান, আমাদের মেয়ের জন্য অনেক টাকা, জিনিসপত্র জামাইকে দেওয়ার পরও আমার মেয়ের উপর যৌতুকের জন্য ব্যাপক নির্যাতন করে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে অসংখ্যা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক রিপন তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।

দেখা হয়েছে: 342
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪