|

শাহআমানত বিমানবন্দরে ১৫৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ

প্রকাশিতঃ ৬:২১ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে বিদেশ ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫৩ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ আবদুর রহিমের কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন যাত্রী আবদুর রহিম। এ সময় তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক বিভাগের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 271
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪