|

শ্রেষ্ঠ তরুণ করদাতার সম্মাননা পেলেন গোদাগাড়ীর বেলাল উদ্দীন সোহেল

প্রকাশিতঃ ২:৫১ অপরাহ্ন | নভেম্বর ১৪, ২০১৯

শ্রেষ্ঠ তরুণ করদাতার সম্মাননা পেলেন গোদাগাড়ীর বেলাল উদ্দীন সোহেল

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী জেলা পর্যায়ে তরুন পুরুষ হিসেবে দীর্ঘ সময় ধরে কর দেয়ার জন্য সবুজ সম্মাননা পেলেন রাজশাহীর গোদাগাড়ীর বেলাল উদ্দীন সোহেল।

আজ বুধবার বিকাল ৪ টায় রাজশাহী শহীদ এ এইচ এম কামরুজ্জামান মিলনায়তনে কর অঞ্চল রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী বিভাগের সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ।

সেরা করদাতা সম্মাননা প্রদান-২০১৯ অনুষ্ঠানে ৪০ বছরের নিচে তরুন পুরুষ গোদাগাড়ীর সোহেলসহ চারটি ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী বিভাগের পাঁচ জেলার ৪২ জনকে সেরা করদাতার সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোহেল উপজেলার রাজাবাড়ী হাট বিয়ানাবোনা গ্রামের মতিউর রহমান ও আনজুমা বেগমের ছেলে। বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগেরর অর্থ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

তরুন যুবক সোহেলের এই সম্মাননার জেলার করদাতাদের মাঝে বিপুল উৎসাহ যোগাবে বলে মনে করেন রাজশাহী কর অঞ্চল সংশ্লিষ্ট কর্মকর্তারা যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সুফল বয়ে আনবে।

সেরা করদাতা সম্মাননা পেয়ে সোহেল বলেন, অত্যন্ত আনন্দিত হয়েছি সম্মানিত বোধ করছি। এ সময় তিনি সময় মতো কর পরিশোধ করার জন্য সবার প্রতি আহবান জানান এবং এ সম্মাননা আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে।

সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী কমিশনার কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট মোহাম্মদ লুৎফর রহমান, কর কমিশনার, কর আপিল রাজশাহী অঞ্চল মোহাম্মদ মাসুদ, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোজাহারুল হক বকুল প্রমূখ।

দেখা হয়েছে: 860
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪