|

মাধ্যমিক পাঠ্যসূচীতে আইন অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ১১:২৩ পূর্বাহ্ন | এপ্রিল ১১, ২০১৮

সংবাদ-সম্মেলন-Press conference to demand law in secondary syllabus

ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাধ্যমিক পাঠ্যসূচীতে আইন অন্তর্ভুক্তির দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক নামের একটি সংগঠন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক শাহ্ মো: রবি।

তিনি বলেন, দেশের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে যে পাঠ্যসূচী আছে সেখানে আইন বিষয়ে একটি বই অন্তর্ভূক্ত করতে হবে এবং প্রত্যেক বিদ্যালয়ে একজন আইনের শিক্ষক নিয়োগ করতে হবে। যিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আইন বিষয়ে পাঠদান করাবেন। এতে কিশোর-কিশোরীরা অপরাধ ও শাস্তি বিষয়ে জীবনের প্রথম থেকেই জ্ঞান লাভ করবে। যা পরবর্তী জীবনে তাদের আইন মানার মানসিকতা তৈরী হবে।

তিনি আরও বলেন, একজন আইনজীবী একটি মামলা পরিচালনা করার জন্য তার মক্কেলের নিকট থেকে কি পরিমাণ অর্থ গ্রহণ করবে এরূপ কোন সরকারি নীতিমালা নেই। এই সুযোগে কিছু অসাধু আইনজীবী দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিচ্ছে। তারপর বিভিন্ন রকম ভূল তথ্য প্রদান করে দীর্ঘ সময় পার করে পুনরায় অর্থ দাবি করছে।

দাবীকৃত অর্থ না দিলে তারা মামলা ফেরত নিতে চাপ দেয়। কিন্তু ফেরত দিলেও প্রথম দিকে নেওয়া অর্থ তারা ফেরত দেয়না। তখন একজন মক্কেল চিন্তা করে নতুন আরেকজন আইনজীবী এর নিকট গেলে আমার পুনরায় সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। এর চেয়ে দাবিকৃত অর্থ আমি প্রদান করি।

মানুষকে যদি এ বিষয়ে সচেতন করা যায়, আদালতের বিভিন্ন নিয়ম কানুন সর্ম্পকে যদি তাদের জানানো যায় তবে অসাধু এ্যাডভোকেটগণ ভুল তথ্য দিয়ে প্রতারণা করতে পারবে না। সরকারের কাছে আমার আবেদন আইনজীবীদের জন্য যেন একটা আর্থিক নীতিমালা প্রণয়ন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির কর্মী শেখ জালাল আহমেদ, ফজলে রাব্বি উনু, দিনদার হোসেন রনি, মিজানুর রহমান, মিঠুন বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 417
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪