|

সব মন্ত্রীকে কঠোর নজরদারিতে রাখব: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১০:২৬ অপরাহ্ন | জানুয়ারী ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ
মন্ত্রিসভার সব সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভায় নবীনদের অগ্রাধিকারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে।

শেখ হাসিনা বলেন, নতুনদের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী করা হয়েছে এ জন্য যে, তারা যেন সব কাজ বোঝে এবং পরবর্তীতে করতে পারে। পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ।

দেখা হয়েছে: 607
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪