|

সরকারি কাজে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতার কারাদন্ড

প্রকাশিতঃ ১০:০৩ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ওই নেতার মালিকানাধীন একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েছিলেন কাজলা এলাকার সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে। খবর পেয়ে সেখানে হাজির হন রেস্টুরেন্টের মালিক রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন।

এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। এক পর্যায়ে তিনি ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার জন্য বল প্রয়োগ করেন। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড দেন।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক জানান, সিয়ামুন রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে বাধা দেয়। বিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধাদানের অভিযোগে ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

দেখা হয়েছে: 487
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪