|

সরকারের ৫কোটি টাকা জলে পদ্মা ন‌দীর গর্ভে বিলাসবহুল মেহমানখানা

প্রকাশিতঃ ১০:০৬ অপরাহ্ন | অগাস্ট ১৯, ২০১৮

সরকারের ৫কোটি টাকা জলে পদ্মা ন‌দীর গর্ভে বিলাসবহুল মেহমানখানা

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরেরর নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডানতীর বিপদ জনকভাবে ভাঙ্গনের কারনে এবছরে বর্ষা মৌসুমের শুরুতেই নড়িয়া উপজেলাকে বাঁচাতে প্রথমে তিন কোটি পরে আরো দুই কোটি টাকা বাড়িয়ে মোট ৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডকে জিও ব্যাগ ফেলে পদ্মা নদীর স্রোতের গতি ঘুরিয়ে দূর্যোগকালীন অবস্থায় ভাঙ্গন ঠেকাতে, কিন্তুু সেই ৫ কোটি টাকা এখন জলে।

সরেজমিন ঘুরে পাওয়া যায়নি পানি উন্নয়ন বোর্ডের কিংবা জিও ব্যাগের ঠিকাদারদের কোন প্রতিনিধিকে।

এদিকে চন্ডীপুর, বাঁশতলা, সাধুর বাজার ভেঙ্গে এখন উপ‌জেলার মুলফৎগঞ্জ বাজার সংলগ্ন হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (গাজী কালুর মেহমান খানা) না‌মে চারতলা বি‌শিষ্ট বিলাসবহুল কো‌টি টাকা ব্য‌য়ে বা‌ড়ি‌টিও পদ্মা নদীর গ‌র্ভে চ‌লে‌ গে‌লো।

চার তলা বিশিষ্ট বিলাসবহুল বা‌ড়ি‌টিসহ একই সময় খান বা‌ড়ি জা‌মে মস‌জিদ ও মোহাম্মদ দিলু খার দোতলা পাকা বা‌ড়ি‌টিও নদী গ‌র্ভে চ‌লে গে‌ছে। ১৮ আগস্ট রাতে এ ঘটনা ঘ‌টে। এছাড়াও ঝুঁকি‌তে র‌য়ে‌ছে ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সটি তাই স‌রিয়ে নেয়া হ‌চ্ছে সব ধর‌ণের মালামাল। যে কোন সময় নদী গর্ভে চলে যাবে বাজার ও হাসপাতাল‌টি।

শুধু তাই নয় শ‌নিবার দুপু‌রে মূলফৎগঞ্জ একমাত্র সড়‌কের ন‌ড়িয়া বাঁশতলা থে‌কে শুরু ক‌রে পূর্ব ন‌ড়িয়া মূলফৎগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দেড় কি‌লো‌মিটার পদ্মা নদীর গ‌র্ভে চ‌লে যায়।

সরকারের ৫কোটি টাকা জলে পদ্মা ন‌দীর গর্ভে বিলাসবহুল মেহমানখানা

শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। দিন যত পার হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন ততই তীব্র আকার ধারণ করছে। ভাঙনে দিশেহারা মানুষগুলো নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাই ভাঙন প্রতিরোধে সরকারের কাছে দ্রুত বেড়িবাঁধের দাবি জানিয়েছেন নড়িয়া উপজেলাবাসী।

নদী ভাঙ্গনে দিশেহারা আসাদুজ্জামান জানান, ন‌ড়িয়া উপ‌জেলার সড়ক, শিক্ষা প্র‌তিষ্ঠান, মস‌জিদ, ঘরবা‌ড়ি, দোকান ঘর, গাছপালা, ফস‌লি জ‌মি পদ্মা নদীর ভাঙ‌নে ত‌লি‌য়ে যা‌চ্ছে। দেখার কেউ নেই তাই খুব দ্রুত ন‌ড়িয়া উপ‌জেলার অংশ পদ্মা নদীর ডান তীর বাঁধের পদ‌ক্ষেপ নেয়া উচিত বাংলা‌দেশ সরকা‌রের।

অন্যে দিকে পদ্মা নদীর ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারে প্রথম ৩ কোটি টাকা ব্যায়ে ৪৩০ মিটার নদী এলাকায় জিও ব্যাগ ফেলানোর জন্য ১০ ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। প্রত্যেককে ৪৩ মিটার করে কাজ করার জন্য। কিন্তু ঠিকাদাররা জানেননা তাদের ৪৩ মিটার কাজ কোন এরিয়ায়। তারা শুধু জানে ৩৯ হাজার জিও ব্যাগ ভরে দেওয়ার খবর।

জিও ব্যাগ ফেলানোর বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মামুন এর কাছে তার ৪৩ মিটার কাজ কোথায় জানতে চাইলে তিনি জানান, আমার ৪৩ মিটার কাজ কোথায় আমি জানিনা আমি জানি আমাকে ৩৯ হাজার জিও ব্যাগ ভরে দিতে হবে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ভাঙন শুরুর বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পদ্মার ভাঙন প্র‌তি‌রো‌ধে খুব শি‌ঘ্রই বে‌ড়ি বাঁধের কাজ শুরু করা হ‌বে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন ব‌লেন, বিলাসবহুল বা‌ড়ি‌টি পদ্মা নদী‌তে ত‌লি‌য়ে গে‌ছে শু‌নে সকা‌লে স‌রেজ‌মি‌ন পরিদর্শন করেছি। আগা‌মি সেপ্টেম্বরের শেষ দি‌ক অথবা অক্টোব‌রের প্রথম ‌দি‌কে পদ্মা নদীর ডান তীর ভাঙন কব‌লিত এলাকা ন‌ড়িয়া-জা‌জিরা উপ‌জেলার ৯ কি‌লো‌মিটা‌রের বে‌ড়ি বাঁধের কাজ শুরু কর‌বে সরকার।

দেখা হয়েছে: 1017
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪