|

সহস্রাধিক শিশু অপহরণ করেছে বোকো হারাম: ইউনিসেফ

প্রকাশিতঃ ৪:২৭ অপরাহ্ন | এপ্রিল ১৩, ২০১৮

সহস্রাধিক-শিশু-অপহরণ-Boko Haram kidnapped thousands of children UNICEF

অনলাইন বার্তাঃ

নাইজেরিয়ায় পাঁচ বছরে জিহাদিরা এক হাজারের বেশি শিশুকে অপহরণ করেছে বলে শুক্রবার ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ করা হলো যখন নাইজেরিয়া চিবক অপহরণের চতুর্থ বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে। খবর এএফপি’র।

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, ২০১৩ সাল থেকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম সহস্রাধিক শিশু অপহরণ করেছে। এদের মধ্যে ২৭৬ জন বালিকাকে ২০১৪ সালে চিবক শহরের তাদের মাধ্যমিক বিদ্যালয় থেকে অপহরণ করা হয়।

নাইজেরিয়ায় ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মাদ মালিক ফাল বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর এ ধরণের হামলা অযৌক্তিক।’

এদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় বোকো হারামের যুদ্ধে কমপক্ষে ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে দেশটিতে এ সংঘাত শুরু হওয়ার পর থেকে বোকো হারাম জিহাদিদের হামলায় কমপক্ষে দুই হাজার ২৯৫ জন শিক্ষক নিহত এবং এক হাজার ৪শ’ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেখা হয়েছে: 427
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪