|

সাংবাদিকদের সাথে গৌরীপুর থানার অফিসার ইনচার্জের মতবিনিময়

প্রকাশিতঃ ৬:১৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৫, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর॥
ময়মনসিংহ গৌরীপুর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন গৌরীপুর রিপোর্টাস ক্লাব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। থানার গোলঘরে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকবৃন্দ গৌরীপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও ইভটিজিং সম্পর্কে নবাগত অফিসার ইনচার্জকে অবহিত করেন। এ সময় সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ আশিকুর রহমানের ইভটিজিং ও মাদকের ব্যাপারে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা প্রশংসার সাথে তোলে ধরেন এবং এর ধারাবাহিকতা ধরে রাখার দাবী জানান।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন চলমান অভিযান অব্যহত রাখার পাশাপাশি আরো বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে সাংবাদিকদের আশ্বস্ত করেন। তিনি আরো জানান যে, ইতোমধ্যেই তিনি গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ৩৪০ লিটার চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন, যা তরল মাদক উদ্ধারের ক্ষেত্রে গৌরীপুর থানার ইতিহাসে সর্বোচ্চ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোহসিন মাহমুদ শাহ, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, মজিবুর রহমান, হুমায়ূন কবীর, আনোয়ার হোসেন শাহীন, আব্দুল্লাহ আল আমীন, আরিফ আহমেদ, মশিউর রহমান কাউসার, লুৎফর রহমান খোকন, রিয়াজ উদ্দিন, মিথুন আজমী, আব্দুল কাদির, গোলাম মোস্তফা প্রমুখ।

দেখা হয়েছে: 683
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪