|

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে আটক ৩ প্রতারক!

প্রকাশিতঃ ২:২২ পূর্বাহ্ন | জুলাই ২৮, ২০১৮

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে ৩ যুবক জনতার হাতে আটক হয়ে এখন শ্রীঘরে। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করে জনতা। এরপর সন্ধ্যায় তাদের হরিণাকুন্ডু থানায় সোপর্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের তাইজালের ছেলে জিয়াউল হক, হরিণাকুন্ডুর হরিয়ারঘাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাওন হাসান আবীর ও কুষ্টিয়ার ইবি থানার বিষ্ণুদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ওয়ালীউল্লাহ।

রঘুনাথপুর ইউনিয়নরে চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাসেল খবরের সত্যতা নিশ্চত করে জানান, বৃহস্পতিবার দুপুরে চরপাড়া বাজারের ক্ষুদ্র দোকানদার মিন্টু শাহ, আইয়ূব আলী শাহ, আহসান হাবিব ও জাহাঙ্গীর শাহের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে জনগন তাদের ধরে ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করে।

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে এই তিনজন চরপাড়া বাজারের কতিপয় ভাজা বিক্রেতা মিন্টু শাহের কাছ থেকে ২ হাজার, আইয়ুব শাহের কাছ থেকে ২ হাজার, জাহাঙ্গীরের কাছ থেকে ৩ হাজার ৩’শ ও আহসান হাবিবের কাছ থেকে ১২’শ টাকা আদায় করে।

তাদের কাছ থেকে চাঁদাবাজীর টাকা ও বিভিন্ন পত্রিকা ও টিভির পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, তিনজনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর পক্রিয়া চলছে।

দেখা হয়েছে: 585
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪