|

সিরতা ইউপি চেয়ারম্যান পদে সাঈদকে একক প্রার্থী ঘোষনা

প্রকাশিতঃ ৭:৫৭ অপরাহ্ন | জুন ০৯, ২০১৯

সিরতা ইউপি চেয়ারম্যান পদে সাঈদকে একক প্রার্থী ঘোষনা

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ সদর উপজেলার ৫ নং সিরতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোতোয়ালী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদকে একক প্রার্থী ঘোষনা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।

শনিবার (৮ জুন) বিকালে সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত দেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ৫ নং সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব আব্দুল মোতালেব। এতে সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম, শ্রী পরেশ চন্দ্র ঘোষ,রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ তৃণমূলের সর্বস্থরের নেতৃবৃন্দ।

বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম কেন্দ্রে প্রেরিত চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে সুপারিশ স্বাক্ষর করেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা জমে উঠেছে। আবু সাঈদ নিজেকে ৫ নং সিরতা ইউনিয়নে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত রেখেছেন।

ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ মতিউর রহমান এর ব্যাক্তিগত সহকারীর দায়িত্ব পালন করার সময় তিনি ওই এলাকায় একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসায় উন্নয়ন তরান্বিত করেন। চরাঞ্চলবাসীর যোগাযোগ, বিদ্যুত, দরিদ্রদের সহায়তা কর্মকান্ডে রেখেছেন ব্যাপক ভূমিকা।

সিরতাবাসীর এসব উন্নয়নে পাশে থেকে আবু সাঈদ হয়েছেন ওই এলাকার জনপ্রিয় নেতা। যাকে আজ এলাকাবাসী চেয়ারম্যান পদে বিজয়ী করে উন্নয়ন যাত্রাকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধ।

উল্লখ্য ময়মনসিংহ সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ জুলাই। মনোনয়নপত্র জমার শেষ দিন ১৬ জুন।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকার কারণে ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদীয়া, চর নিলক্ষীয়া, সিরতা, ভাবখালী ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচন না হওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম মেয়াদ উত্তীর্ন ভাবে চলে আসছিলো দীর্ঘদিন যাবৎ।

দেখা হয়েছে: 442
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪