|

সীমান্তে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ও এক বোতল মদসহ আটক-২

প্রকাশিতঃ ৫:২৮ অপরাহ্ন | জুলাই ২১, ২০১৯

সীমান্তে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ও এক বোতল মদসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ভারতীয় মদসহ দুই মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার রাতে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী বিওপি,দৌলতপুর এবং রুদ্রপুর বিওপি’র টহল দল এর অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ কামারবাড়ী পিছনে মাঠের মধ্যে থেকে বড় আঁচড়া গ্রামের ইসমাইলের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(১৫)কে ২ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল অফিসার্স চয়েস মদসহ আটক করা হয়।

পরে আবারও দৌলতপুর বালুরমাঠ নামক স্থান থেকে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অপর দিকে রুদ্রপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুদ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম(২৪)কে আটক করে।

এদিকে পুটখালী বিওপির টহল দল দক্ষিন বারপোতা মাঠ থেকে পরত্যিক্ত অবস্থায় ১৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় এক বোতল মদসহ দুইজন মাদকবহনকারীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন আটককৃত আসামী ও মাদকদ্রব্য থানায় সোপর্দ করা হয়েছে।

দেখা হয়েছে: 339
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪