|

সীমান্তে যে কোন মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত: মহা-পরিচালক

প্রকাশিতঃ ৯:৩৬ অপরাহ্ন | মার্চ ০৩, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহা-পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন,আমরা সীমান্তে সব সময় সতর্ক অবস্থায় রয়েছি। মায়ানমার আন্তর্জাতিক আইন লংঘন করে সীমান্তের জিরো পয়েন্টে সেনা সমাবেশ করেছে।

মিয়ানমার সীমান্তে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে বিজিবি সর্বদা প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশ ২০৪১সালে উন্নত সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত হবে। সেই দেশের একটি সীমান্ত রক্ষা বাহিনী কি রকম হওয়া উচিত সে আদলে আমরা সাজিয়েছি।তার প্রেক্ষিতে আমরা প্রথম ৩ বছরে ৫১১ কিলোমিটার জায়গা স্পর্শকাতর জায়গা হিসেবে চিহ্নিত করেছি।

ডিজিটাল বাংলাদেশের আদলে আমাদের বর্ডার সুরক্ষার জন্য সার্ভিলেন্স সিস্টেম এন্ড স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করেছি। সীমান্ত সড়ক দ্রুত নির্মাণ করা হবে।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার শালকোনা কম্পোজিট বিওপি (খেলার মাঠ ও অডিটরিয়াম) উদ্বোধন উপলক্ষে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ব্রিগেডিয়ার আনিছুর রহমান,দক্ষিন-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ আল মামুন, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুল ইসলাম, যশোর ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক প্রমুখ।

দেখা হয়েছে: 566
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪