|

সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৭:৪৩ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০২০

সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফ আহম্মেদঃ ৯২নং সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১২ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাব্বির ইউনুস বাবু।

ময়মনসিংহ সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন- জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কদ্দুছ, সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, গোলাম মাহবুব (জুয়েল) প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান মাঠে নারী ও পুরুষ অভিভাবকদের দুইটি খেলা পরিচালনা করেন। এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও আগত অতিথিবৃন্দ উৎসাহিত ও অনুপ্রাণিত হন।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন- খেলাধূলা একজন ছাত্র বা ছাত্রীকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলতে সাহায্য করে। যারা খেলাধূলা করে তারা কখনো বিপদগামী হয় না, মাদকাসক্ত হয় না। শরীর, স্বাস্থ্য ও মনকে সতেজ রাখতে হলে নিয়মিত খেলাধূলা করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান- দুইটি গ্রুপে বালক ও বালিকা ৪টি ক্যাটাগরিতে মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ আকর্ষণ হিসাবে অভিভাবক ও অতিথিদের জন্য নারী ও পুরুষদের আলাদা দুইটি খেলা ছিল যা অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় পরিচালনা করেছেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন- শাহীনুর রহমান সাগর, সুতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুবনা ইয়াসমিন ও উম্মে খায়ের আয়রিন।

দেখা হয়েছে: 619
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪