|

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ন | জুন ২০, ২০১৮

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আঃ বারী স্মৃতি সংসদের উদ্যোগে খানা-খন্দে ভরা সড়ক মেরামত করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজার থেকে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আঃ জব্বার বসুনিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের খানা-খন্দ মাটি দিয়ে ভরাট করেন ওই সংগঠনের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, র্দীঘদিন থেকে মেরামত করা হয়নি স্থানীয় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি। ফলগাছা বাজার, স্কুলের বাজার, কান্দির হাট, সুন্দরগঞ্জ পৌর শহর, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ রেলষ্টেশনসহ অসংখ্য জনগুরুত্বপূর্ণ হাট-বাজার, স্কুল কলেজ এবং মাদ্রাসা যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। ফলে দিন-রাত অটো, ভ্যান, রিক্সা ও বিভিন্ন যান চলাচল করায় অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকারি জন প্রতিনিধিদের নজরদারীর অভাবে দিন-দিন চলাচলে অনুপযোগি হয়ে পড়ছে এই সড়কটি। সেই সাথে ঘন-ঘন ঘটছে ছোট-খাটো সড়ক দূর্ঘটনা। জনসাধারণের দূর্ভোগ ও সড়ক দূর্ঘটনা কমাতে এ উদ্যোগ নিয়েছেন সংগঠনটি।

আঃ বারী স্মৃতি সংসদের উপদেষ্টা আবু হান্নান মিয়া বলেন, দেশের নাম করা বিভিন্ন বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আঃ বারী স্মৃতি সংসদ। সংসদের ২৫ জন সদস্য সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গ্রুপ হয়ে মেরামতের কাজ করছেন।

আঃ বারী স্মৃতি সংসদের সভাপতি ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব মিয়া জানান, পড়াশুনা করায় আমরা বাহিরে থাকি। ঈদে বাড়িতে এসে সড়কের বেহাল দশা দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করি। কোন প্রতিকার না পেয়ে আমরা নিজেরাই মেরামতের কাজ করছি।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু আলেফ সরকার জানান, কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক ওই সড়ক মেরামত করানোর কাজে লাগানো হয়েছিলো। সময় সল্পতা ও মাটি না পাওয়ায় সম্পুর্ণ সড়কের মেরামত কাজ করা সম্ভব হয়নি।

দেখা হয়েছে: 517
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪