|

সৈয়দপুরে উই এস এম এস প্রকল্পের উদ্বোধন

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | এপ্রিল ১১, ২০১৮

Inauguration of the WiSMs project at Syedpur

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারী-বেসরকারী পর্যায়ে সহযোগীতা বিষয়ক সংলাপ এবং উই এস এম এস প্রকল্পের উদ্বোধন করা হয় মঙ্গলবার (১০ এপ্রিল)সৈয়দপুর এন্টারপ্রাইজেস কমিউনিটি সেন্টারে।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেন আঞ্চলিক পর্যায়ে সুপারিশ মালা জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে, আই ডি ই বাংলাদেশ এবং দি এশিয়ান ফাউন্ডেশন সংলাপের মাধ্যমে এ প্রকল্পটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর এন্টারপ্রাইজেস জেনারেল ম্যানেজার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, বিশেষ উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন, আই ডি ই বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ নুরুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহাজাদী, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা সাইফুন নাহার, বেসরকারী সংস্থা শার্প এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, জেডিপিসি রংপুরের সেন্টার ইনচার্জ ইউসুফ আলী বাবলু, সৈয়দপুর এন্টারপ্রাইজেস ম্যানেজার রওশন আরা, ইউ এস এম এস প্রকল্পের রংপুর ফিল্ট টিম লিডার প্রকল্পটির মুল বিষয়বস্তু আলোচনা করেন কৃষিবিদ মোঃ হাশেম আলী আকাশ, নারী উদ্যাক্তো কামরুন নাহার ইরা, গুরিয়া প্রমুখ।

সুইডেন সরকারের অর্থায়নে আই ডি ই বাংলাদেশ এবং দি এশিয়া ফাউন্ডেশন এর যৌথ কারিগরি সহযোগিতায় নীলফামারী জেলায় বিভিন্ন এলাকায় উই এস এম এস প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমস্যা, সম্ভাবনা ও ঋণ প্রাপ্তিসহ নারী-পুরুষ সমতার বিভিন্ন দিক তুলে ধরে সরকারী – বেসরকারী পর্যায়ে সহযোগীতা কামনা করা হয়। ।

উল্লেখ্য যে, সুইডেন সরকারের অর্থায়নে আই ডি ই বাংলাদেশ এবং দি এশিয়া ফাউন্ডেশন এর যৌথ কারিগরি সহযোগিতায় নীলফামারী জেলায় বিভিন্ন এলাকায় উই এস এম এস প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

দেখা হয়েছে: 379
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪