|

স্কুলছাত্রীর হাত ধরে টানাহেঁচড়ায় বখাটের কারাদণ্ড

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ন | জুন ০৩, ২০১৮

স্কুলছাত্রীর হাত ধরে টানাহেঁচড়ায় বখাটের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

ঈশ্বরগঞ্জের সঞ্চাপুর গ্রামের নবম শ্রেণি পড়ুয়া তিন ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের পিছু নেয় বখাটে মো. বায়েজ মিয়া (২৪)। পথে নির্জন স্থানে তাদের মধ্যে এক ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া শুরু করে বায়েজ।

এ সময় অপর দুই সহপাঠীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়েজকে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিশ শরমিন তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। বায়েজ মিয়া উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান।

প্রত্যক্ষদর্শী এনামুল হক বলেন, সঞ্চাপুর গ্রামের নবম শ্রেণির তিন ছাত্রী ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় পাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। রাস্তায় তাদের পিছু নেয় বায়েজ। পথে ইসলামপুর মাদ্রাসার কাছে তাদের মধ্যে একজনের হাত ধরে টানাহেঁচড়া শুরু করে সে। এ সময় আতঙ্কিত ছাত্রীরা চিৎকার করলে লোকজন ছুটে এসে বায়েজকে ধরে ফেলে। পরে তাকে ইসলামপুর বাজারে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিশ শরমিন গিয়ে বায়েজকে ইউএনও’র দপ্তরে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন বায়েজকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কানাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

দেখা হয়েছে: 570
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪