|

স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা, ওসি স্যারের নিষেধ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

প্রকাশিতঃ ১২:৪৩ পূর্বাহ্ন | মার্চ ০৩, ২০১৮

তানোর-Tanore

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষ খাইয়ে অমানুষিক নির্যাতনের কারনে পেটে থাকা বাচ্চা নষ্ট হয়ে পড়েছে। রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির চাপড়া মিরাপাড়া গ্রামে এঘটনাটি ঘটে।

এঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারনে নেয়া হয়নি কোন ব্যবস্থা। ফলে মেয়ের পরিবার বিচারের আসায় ঘুরছেন দারে দারে। অন্যদিকে স্ত্রীকে পিটিয়ে দাপটের সাথে স্কুল করছেন সহকারী লাইব্রেরিয়ান মোশারফ।

জানা গেছে উপজেলার চাপড়া মিরাপাড়া গ্রামের মোশারফ আলী চাকুরী করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ে। তিনি সহকারী লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করেন। মোশারফ ১ বছর আগে উপজেলার পাচন্দর ইউপির কোয়েল হাট গ্রামের মান্নানের মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা ভাবে নির্যাতন করে আসছিল মোশারফ।

এঅবস্থায় চলতি মাসের প্রথম দিকে মোশারফের স্ত্রী রিনা বেগমের সোনা চুরি করেন মোশারফের ভাতিজা। সোনা চুরির কথা স্বামী মোসারফকে বলামাত্র মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা ও মারধর করেন । মারধর ও বিষ খাওয়ানোর জন্য গৃহবধূ রিনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।

এসময় পরিবারের লোকজন রিনা কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে দ্রুত রামেক হাসপাতালে নেবার পরামর্শ দেন। সেখানে গিয়ে বিষ উঠাতে পারলেও বাঁচানো যায়নি গর্ভের সন্তানকে। প্রচুর রক্তক্ষরনের জন্য গর্ভের বাচ্চা নষ্ট হয়ে পড়ে। স্বামীর এমন অমানুষিক নির্যাতনের বিচারের দাবিতে চলতি মাসের ৮ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দিলেও রহস্য জনক কারনে কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়নি।

স্বামী মোশারফ জানান বিষ খাওয়ানো হয়নি নিজেই খেয়েছিল এজন্য বাচ্চা নষ্ট হয়ে পড়েছে। আমি স্ত্রীকে ভাত দিতে চাই। তিনি এক বছর আগে প্রথম স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেন বলে একাধিক গ্রামবাসি জানান। মোশারফের বড় ভাই চাপড়া স্কুলের সহকারি শিক্ষক মতিন জানান আমার ভায়ের স্ত্রীর চরিত্র ভালো না। সে নওহাটা কলেজে ভর্তির নামে কয়েক দিন হারিয়ে ছিল। সে মেয়ে কেমন হতে পারে বুঝতে হবে।

চাপড়া স্কুলের প্রধান শিক্ষক আ”লীগ নেতা জিল্লুর রহমান বলেন এসব নিয়ে লেখালেখি করা যাবেনা নইলে স্কুলের সম্মানহানি হবে। মেয়র পিতা মান্নান তাদের অভিযোগ অস্বীকার করে জানান এতদিন হল অভিযোগ দিয়েছে কোনই ব্যবস্থা নেয়া হচ্ছেনা। জানিনা এর কারন কি। অভিযোগের তদন্তকারী এএসআই শামিম জানান ওসি স্যার ঘটনাটি নিয়ে কোন ধরণের কাজ করতে নিষেধ করেন। এজন্য পড়ে আছে অভিযোগ।

এনিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওসি রেজাউল ইসলাম বলেন উভয় পরিবার আপোষ মিমাংসা করবে। এজন্য অভিযোগের কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি ।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪