|

স্পেনে বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে ক্রীড়া সামগ্রী উপহার

প্রকাশিতঃ ৪:০৫ অপরাহ্ন | জানুয়ারী ০৭, ২০২০

স্পেনে বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে ক্রীড়া সামগ্রী উপহার

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ স্পেন বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি ও কাসা কুইনার স্বত্বাধিকারী রাসেল হাওলাদার বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে পুরো মৌসুমের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে স্হানীয় মধুর ক্যান্টিন রেষ্টুরেন্টে এক আনন্দঘন সভার মধ্য দিয়ে পুরো মৌসুমের ক্রিড়া সামগ্রী হস্তান্তর করেন। সিনিয়র সহ সভাপতি এ আর লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি আশরাফ হোসেন মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসা

কুইনার স্বত্ত্বাধিকারী স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি রাসেল হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত,রফিক উদ্দিন, লুৎফর রহমান সুমন, সেলিম আহমদ লালন,রিয়াদ হাওলাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন বয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন ,জুয়েল আহমদ, সালাউদ্দিন,আয়নূল, রজন আহমদ,মারুফ আহমদ,আমির হোসেন আমু,মোহন আহমেদ, রুহুল আমিন,জোবেদ আহমদ, রাজা পাকিস্তানি সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

অনুষ্টানে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন মননশীল কাজকর্ম সহ খেলাধুলায় উৎসাহ প্রদানের মধ্য দিয়ে সমাজ সংস্কার ও পূনর্গঠন সম্ভব।সবাই একবাক্যে উদিয়মান প্রথিতযশা ব্যবসায়ী রাসেল হাওলাদারের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথি রাসেল হাওলাদার বলেন، যুবকরাই দেশের মূল চালিকা শক্তি, সামাজিক উন্নয়ন, খেলাধুলা সহ দেশের স্বার্থে এদের পাশে থাকা মানবিক ও সামাজিক কর্তব্য বলে মনে করি তাই সহযোগিতার হাত এদের জন্য রেখে দিলাম।

পরিশেষে কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি তার সমাপনি বক্তব্যে রাসেল হাওলাদারের উৎসাহ মূলক মূল্যবান উপহার প্রদানে প্রশংসার সহিত কৃতজ্ঞতা প্রকাশ সহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ব্যক্তিবর্গ সহউপস্থিত সকলকে সফল উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

দেখা হয়েছে: 698
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪