|

স্পেনে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ পুনর্মিলনী

প্রকাশিতঃ ৭:০৮ অপরাহ্ন | অগাস্ট ২২, ২০১৯

স্পেনে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ পুনর্মিলনী

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ “সামাজিক উন্নয়নে আমরা একতাবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে স্পেনের রাজধানী মাদ্রিদে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার স্পেন প্রবাসীদের নিয়ে গঠিত বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্ট বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্তিতে এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুল কলাম | যুবনেতা ওলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান ,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির মাদ্রিদের সভাপতি তামিম চৌধুরী ,গ্রেটার সিলেটা এসোসিয়েশনের আহ্বায়ক ফয়জুর রহমান বড় ভাই ,সদস্য দবির তালুকদার ,রাজনীতিবিদ বদরুল ইসলাম, আব্দুর রহমান, আসাদুর রহমান ছাদ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বাদশা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শাহ মতিউর রহমান, রাহেল চৌধুরী, হাজী তোয়াবুর রহমান, আবু সুফিয়ান, কাহের আহমেদ, আব্দুল মালেক, রাজু , শাকিল আহমেদ, এম এ মান্নান, এম এ হান্নান আব্দুল আহাদ, এম এ আজাদ, জায়েদ আহমেদ, ফয়েজ উদ্দিন প্রমুখ |

প্রধান অতিথির বক্তৃতায় আল মামুন বলেন, সঠিক লক্ষ্য নিয়ে কাজ করেলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থেই সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তাই আমদের সকলের উচিৎ হবে, সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদবীর লোভ বিসর্জন দিয়ে, সম্মাননা উপাধী বানিজ্যের চিন্তা না করে; সত্যিকার উন্নয়নমূলক কাজের সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন করা।

সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুর রহমান বলেন, প্রবাসের বুকে আমি আমার এলাকার প্রবাসীদের নিয়ে যে সংগঠনের যাত্রা শুরু করেছি তা স্পেনের প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটাবো এবং আগামী এক বছরের মধ্যে আমাদের সংগঠন হবে আঞ্চলিক সংগঠনসমূহের রোল মডেল। তিনি বালাগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে স্পেনে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশীদের এবং সংগঠনের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দেখা হয়েছে: 772
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪