|

স্বাধীন ভাবে দুর্গোৎসব পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা : এমপি এনামুল হক

প্রকাশিতঃ ১১:১০ অপরাহ্ন | অক্টোবর ০৬, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকে। বিভিন্ন ধর্মের লোক থাকলেও স্বাধীন ভাবে সবাই সবার উৎসব পালন করতে পারে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সে সকল উৎসব পালিত হয়ে থাকে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় অবস্থিত ভবানীগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বাংলাদেশ এখন স্বাধীন। স্বাধীন দেশে আ’লীগ সরকারের আমলে সবাই স্বাধীন ভাবে তাদের উৎবাদী পালন করে চলেছে। সকল প্রকার উগ্রবাদ তুলে দিয়েছে আ’লীগ সরকার। ধর্ম যার যার উৎসব সবার। সেই আলোকে সবাইকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখে, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভারতীয় দর্শনার্থী চাম্পা দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীক কুমার সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ প্রাং, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ড। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় দর্শনার্থী তপন কুমার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাচেন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, শাহরিয়া, ফরিদ উদ্দীন, এস.এম. এনামুল হক, ভবানীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার হালদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার রবিন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।

দেখা হয়েছে: 628
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪