|

হাইমচরকে আগামীতে পৌরসভা করা হবে..ডাঃ দীপু মনি

প্রকাশিতঃ ৯:৩৩ অপরাহ্ন | মার্চ ৩০, ২০১৮

হাইমচরকে-পৌরসভা-Hyamcharake will be made in the municipality tomorrow .. Dad Dipu Moni

মাসুদ হোসেনঃ

হাইমচর উপজেলায় ভূমিহীন উন্নয়ন সংগঠনের বার্ষিক বাজেট পেশ ও সাধারন সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-হাইমচর ৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেন, এ হাইমচর একসময় অনেক পিছিয়ে ছিল, এখন অনেকটাই এগিয়ে আসছে।

আমি আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নের পাশাপাশি আরও বেশি কাজ করতে সক্ষম হয়েছি, তা এক মাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার ফলে। আপনাদের প্রথম দাবী ছিল নদী ভাঙ্গন থেকে রক্ষা করা। আল্লাহর ইচ্ছায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় নদী ভাঙ্গন হতে রক্ষা করতে সক্ষম হয়েছি।

হাইমচর কলেজ ডিগ্রী কলেজে রুপান্তরিত করেছি। চাঁদপুর হাইমচর সড়ক নির্মান তাও করতে পেরেছি। এ হাইমচরে অর্থণৈতিক জোন অনুমোধন হয়েছে। পর্যটক কেন্দ্র হয়ে যাবে, আগামী দিনে হাইমচরে পৌরসভাও হবে। হাইমচরে আরো অনেক কিছু করার বাকি রয়েছে।

তাই আপনারা আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনার মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সকল কাজ বাস্তবায়নের মাধ্যমে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

আজ ৩০ মার্চ সকাল ১১টায় হাইমচর ভূমিহীন উন্নয়ন সংগঠনের বার্ষিক সাধারন সভায় সংগঠনের সভানেত্রী কাজল রানী সভাপতিত্বে ও মোঃ রাসেল শিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী,ভাইস-চেয়ারম্যান এসএম কবির, হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, ওসি তদন্ত মোঃ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপটি কমন্ডার হাফিজ আহম্মদ মাষ্টার, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, উপজেলা আ’লীগ সদস্য শামছুল আরেফিন বাবলু পাটওয়ারী, সংগঠনের সভাপতি মোঃ নেছার আহম্মদ,এফএইচ প্রতিনিধি সঞ্চয় কুমার, মোঃ জিল্লুর রহমান,মোঃ জাকির হোসেন,ফরিদগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা সভাপতি আকাশ দাস প্রমূখ।

সভায় ভূমিহীন উন্নয়ন সংগঠনের বার্ষিক বাজেট ঘোষনা করা হয়। পরে ডাঃ দীপু মনি এমপি চরভাঙ্গায় ৬ষ্ট জাতীয় কমডেকা মাঠ পরিদর্শন করেন।

দেখা হয়েছে: 499
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪