|

৭ই মার্চের জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ব্যাপক প্রচার

প্রকাশিতঃ ৭:৫৫ অপরাহ্ন | মার্চ ০৫, ২০১৮

নিজস্ব প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিন রাজধানীতে বড় ধরনের চমক দেখাতে দেশজুড়ে কর্মযজ্ঞ শুরু করেছে ১৪ দলীয় জোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ। সেখানে যুক্ত হয়েছে আওয়ামী লীগ-এর ভাত্রিপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ ৭ই মার্চের জনসসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার – প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত রবিবার ছাত্রলীগের বিভিন্ন ইউনিট রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণা চালায়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ এবং সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক সাগর হোসেন সোহাগ সহ অন্যারা।উল্লেখ্য আগামী ৭ মার্চ ঐতিহাসিক সোহরা্ওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়ে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ গত বছরের অক্টোবর মাসের দিকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে । যার ফলে এবারের ৭ মার্চকে বিগত বছর গুলোর চেয়ে ভিন্ন আঙ্গিকে পালন করতে চায় বাংলাদেশ আওয়ামীলীগ।

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪