|

৯০৯ শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের তালিকায়

প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ন | জুলাই ১৭, ২০১৯

৯০৯ শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের তালিকায়

অনলাইন বার্তাঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৯০৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪১টি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ছিল ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯ এ দাঁড়িয়েছে। গত বছর ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে এবার এই সংখ্যা কমে ৪১টিতে দাঁড়িয়েছে।

২০১৮ সালের তুলনায় এ বছর বেশি সংখ্যক প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ৮ হাজার ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৯৪৫টি।

দেখা হয়েছে: 411
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪